মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে লরিচাপায় প্রাণ গেল নার্সারি মালিকের

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে লরিচাপায় প্রাণ গেল নার্সারি মালিকের

চট্টগ্রামের মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির চাপায় মো. জয়নাল আবেদীন (৫৫) নামের এক নার্সারি মালিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত জয়নাল আবেদীন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকার মৃত লকিয়ত উল্লার ছেলে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, জয়নাল আবেদীন নিজের বাড়ির পাশে একটি নার্সারি করে সেখানকার উৎপাদিত চারা বাজারে বিক্রি করতেন। বৃহস্পতিবার (১৯ জুন) সকালেও নার্সারি থেকে বিভিন্ন ধরনের চারা তুলে বড়তাকিয়া বাজারে নিজের দোকানে বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির কন্টেইনারবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে জয়নাল আবেদীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা এসে জয়নাল মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত 

যোগাযোগ করা হলে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, মহাসড়কের বাদামতলী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করি। কন্টেইনারবাহী লরির চাপায় জয়নালের শরীরের অনেক জায়গায় থেঁতলে গেছে। মৃতদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি।


বিজ্ঞাপন


জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এসআই বজলুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে কন্টেইনারবাহী একটি লরির চাপায় মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হলেও দুর্ঘটনার পর গাড়ির চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর