সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জমির উদ্দিন (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। 

বুধবার (১৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি জানিয়েছে।


বিজ্ঞাপন


মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কে শিবগঞ্জ উপজেলার হরিপুর চককানু বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন ঝিনাইদহ জেলার জাড়গ্রামের মৃত ছাত্তার শিকদারের ছেলে। তিনি বালুবোঝাই একটি ট্রাকের চালক ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মোকামতলা-জয়পুরহাট সড়কের হরিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে বালুবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবোঝাই ট্রাকটির চালক জমির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।


বিজ্ঞাপন


ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত দু’টি ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর