রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জেলে ছদ্মবেশে মাদক পাচারকালে ২ মিয়ানমার নাগরিক আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

জেলে ছদ্মবেশে মাদক পাচারকালে ২ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। 

বুধবার (১৮ জুন) বেলা ১১ টার দিকে নাফ নদী থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক দুই ব্যক্তি হলেন, মিয়ানমারের মংডু জেলার ডেইলপাড়া গ্রামের মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) এবং মৃত ইসলামের ছেলে নূরুল আমিন (২২)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী নাফ নদী দিয়ে কিছু মিয়ানমার নাগরিক মাছ ধরার ছদ্মবেশে ইয়াবার একটি চালান জেলের ছদ্মবেশে থাকা বাংলাদেশি নাগরিকদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছিল।

এদিকে, বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক একটি নৌকা লক্ষ্য করে তাদের পিছু ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও নাফ নদীর জলসীমান্তের শূন্যরেখার ১০০ গজ বাংলাদেশের ভেতরে নৌকাটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ইয়াবার চালানটি মিয়ানমার থেকে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমাণ বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের উদ্দেশ্য ছিল।


বিজ্ঞাপন


টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, আটককৃত মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর