মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় গৃহবধূর নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মমতা বেগম (২৫) নামে এক মোটরসাইকেলের আরোহী গৃহবধূ‌ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে তার ১৮ মাস বয়সী ছেলে মাসুম।

বুধবার (১৮ জুন) বিকেল ৬টার দিকে হরিপুর উপজেলার যাদুরাণী-বনগাঁও সড়কের নন্দগাঁও লোহাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ হরিপুর খামার হঠাৎপাড়া গ্রামের মামুন ইসলামের স্ত্রী।


বিজ্ঞাপন


বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল।

আরও পড়ুন

মানিকগঞ্জে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

হরিপুর থানার এসআই রাজু জানান, বিকেলে আপন ভাইয়ের মোটরসাইকেলে করে যাদুরাণীর দিকে যাচ্ছিল মমতাসহ তার ছেলে। এ সময় অপরদিক হতে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই মারা যান গৃহবধূ মমতা। আর গুরুতর আহত হয় তার ছেলে। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যাওয়া তাকে তাৎক্ষণিকভাবে ধরা সম্ভব হয়নি। নিহতের লাশ প্রক্রিয়া শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর