ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসননামলে ফেনাীতে দায়ের হওয়া ২২৩টি মামলা প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। গত ১৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
ওই পত্রে জানানো হয়, সরকার ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় ফেনী জেলার ২২৩টি মামলায় প্রসিকিউশন না চালানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই পত্রে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় উক্ত মামলা প্রত্যাহার করার লক্ষ্যে ফেনী জেলা পাবলিক প্রসিকিউটরকে (পিপি) প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
বিজ্ঞাপন
প্রত্যাহারকৃত মামলার বেশিরভাগই বিষ্ফোরক ধারায় করা হয় বলে জানা গেছে। মামলা প্রত্যাহারের খবর জানাজানি হওয়ার পর বিএনপি-জামায়াতসহ ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এছাড়া অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ সংক্রান্ত প্রচারণায় ‘শুকরিয়া-আলহামদুলিল্লাহ’ প্রকাশ করেছে। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশে দেওয়া হত্যা, মাদক ও অস্ত্র মামলাগুলো প্রত্যাহার না হওয়ায় অনেকেই হতাশা ব্যক্ত করেছেন।
তবে আইনজীবীরা বলছেন, ফেনী থেকে ৫৮০টি মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে। ক্রমন্বয়ে যাচাই-বাছাই শেষে এসব মামলা প্রত্যাহার করা হবে। প্রথম ধাপে প্রত্যাহারকৃত ২২৩টি মামলার মাঝে বেশিরভাগই বিষ্ফোরক ধারার মামলা দেখা গেছে।
মামলা প্রত্যাহার সংক্রান্ত আদেশ হাতে পাওয়ার পর ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা বলেন, ফেনী থেকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে ৫৮০টি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তন্মধ্যে প্রথম ধাপে ২২৩টি মামলা প্রত্যাহারের আদেশ হাতে পেয়েছি।
বিজ্ঞাপন
আদেশপ্রাপ্ত তালিকায় আওয়ামী লীগ আমলের নাটকীয় সাজানো ও গায়েবী হত্যা মামলা এবং অস্ত্র মামলাগুলো না থাকায় আমরা হতবাক। আমরা আশা করি, খুব দ্রুত রাজনৈতিক উদ্দেশে দায়ের করা খুন ও অস্ত্র মামলাগুলো প্রত্যাহারের আদেশ আসবে।
ফেনী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের দমন ও বাড়িছাড়া করতে নানা ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। ফাজিলপুরে যুবদল নেতা সরোয়ারকে হত্যা করে তার ভাই ও আত্মীয় স্বজনকে আসামি করে বাড়িছাড়া করেছে।
তিনি বলেন, বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের দমন করতে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে। ভুয়া অস্ত্র উদ্ধার দেখিয়ে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবন্দি রাখা হয়েছে। আমরা রাজনৈতিক উদ্দেশে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক হত্যা, মাদক ও অস্ত্র মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এএইচ

