সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা

বান্দরবানে ‘দেবতাখুম’ পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে ‘দেবতাখুম’ পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘দেবতাখুম’ পর্যটনকেন্দ্র

টানা ভারি বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র ‘দেবতাখুম’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বুধবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে জানান, ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পর্যটকদের দেবতাখুমে ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনের ভারি বর্ষণে নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এলাকাটিতে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই কেন্দ্রটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘১০ জুন একবার হঠাৎ পাহাড়ি ঢলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল,’ বলেন আলেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। ‘সেদিন ১২ ফুট উঁচু ঢল নামে, তবে পর্যটকরা দ্রুত নিরাপদে চলে যাওয়ায় কারও ক্ষতি হয়নি।’

বান্দরবান আবহাওয়া অফিস জানায়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


বিজ্ঞাপন


bandar-ban

দেবতাখুম চলতি বছরের ১১ ফেব্রুয়ারি পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছিল। বান্দরবান সদর থেকে এটি প্রায় ৩০-৩৫ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে পৌঁছাতে চাঁদের গাড়ি বা অটোরিকশায় কচ্ছপতলি পর্যন্ত গিয়ে সেখান থেকে ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা হাঁটতে হয়।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর