সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

Operation

মেহেরপুরের মুজিবনগরে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৮ জুন) সকালে মুজিবনগর থানাধীন রসিকপুর-রতনপুর সড়কে রসিকপুর ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


thumbnail_1000111701

আটক ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জ জেলার পদ্মা উত্তর থানার দক্ষিণ মেদিনীপুর মণ্ডল গ্রামের মৃত জলাল মোল্লার ছেলে বারেক (৩৩), বর্তমানে সে মাদারীপুর জেলার শিবচর থানার কাঠালবাড়ি ইউনিয়নের হাজী মদন মোড়ল কান্দি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

বিজিবির অভিযানে ভারতীয় চিনি, গাঁজা, মদ, বিয়ারসহ মালামাল জব্দ

অপরজন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের (পূর্বগ্রাম) শাহ আলমের ছেলে দিলু ওরফে দেলোয়ার (৪০)।


বিজ্ঞাপন


ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের মুজিবনগর থানাধীন রশিদপুর এলাকার মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে রসিকপুর হতে রতনপুরগামী রশিকপুর ব্রিজের ওপর একটি সাদা রঙের পুরাতন প্রাইভেট কার থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর