সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি: অনিন্দ্য ইসলাম

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি: অনিন্দ্য ইসলাম
অনিন্দ্য ইসলাম অমিত

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। একইসঙ্গে তিনি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিএনপিতে যুক্ত হওয়ার বিরোধিতা করেন।

বুধবার (১৮ জুন) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলার অন্তর্গত ১৫টি ইউনিয়ন মহিলা দলের আংশিক আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


‘পুরুষের যেমন অধিকার আছে, নারীরও সমান অধিকার আছে। তারা যদি রাজনীতিতে সক্রিয় না হয়, তাহলে দেশ এগিয়ে যেতে পারবে না,’ বলেন অমিত।

তিনি আরও বলেন, ‘যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিএনপি বা এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া অনুচিত।’

সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং মহিলা দলের নেত্রী রাশিদা রহমান।

সভায় বক্তারা নারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর