সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

কারাগারের দায়িত্বে প্রবেশকালে মাদকসহ কারারক্ষী আটক

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

কারাগারের দায়িত্বে প্রবেশকালে মাদকসহ কারারক্ষী আটক

নীলফামারী জেলা কারাগারে দায়িত্ব পালনের জন্য প্রবেশের সময় মাদকসহ এক কারারক্ষীকে আটক করেছে দায়িত্বে থাকা অপর কারারক্ষীরা।

আটক কারারক্ষী সালমান শাহ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গজারিয়ারচালা গ্রামের মোবারক হোসেনের ছেলে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ জুন) রাত ৩টায় দায়িত্ব পালনে জন্য প্রবেশের সময় মূল ফটকে তল্লাশি চালিয়ে কারারক্ষী সালমানের ডান পায়ের হাঁটুর নিচে প্যান্টের ভেতর  থেকে আনুমানিক ৭-৮ গ্রাম গাঁজা উদ্ধার করে অপর তিন কারারক্ষী।

মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।

এ বিষয় নীলফামারী কারাগারের জেলার ফারুক হোসেন জানান, এটি কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলার পরিপন্থি এবং দণ্ডনীয় অপরাধ। তাই অভিযুক্ত কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, কারারক্ষী সালমান শাহ-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।


বিজ্ঞাপন


এই ঘটনায় জেলার কারা ব্যবস্থাপনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর