শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইটভাটার ২ শ্রমিক নিহত 

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইটভাটার ২ শ্রমিক নিহত 

নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর বাজার এলাকায় সৈয়দপুর-রংপুর মহাসড়কে শ্যামলী পরিবহনের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইটভাটার দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন - সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারুর ছেলে মাসুদ (২৮) এবং একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুর নুর ইসলাম (৫৫) । তারা দু’জনেই ইটভাটার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস আটক করা হয়, তবে বাসচালক পালিয়ে গেছেন। এখন আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর