শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ১০:১০ এএম

শেয়ার করুন:

ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ফরিদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ওই দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


তারা হলেন - খালেদ মোহাম্মদ তূর্য (২৮) ও তার স্ত্রী আইরিন বেগম (২৭)। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এর আগে সোমবার দিনগত রাতে শহরের একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ৬০ পিচ ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ, ছোড়া-চাকু জব্দ করা হয়।

পুলিশ জানায়, শহরের ঝিলটুলি মহল্লায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন খালেদ মাহমুদ ও আইরিন বেগম। এ দম্পতি মাদক কারবার, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। খালেদ মাহমুদের নামে ফরিদপুর কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে সোমবার দিনগত রাত দেড়টার দিকে ঝিলটুলির খালেদ মোহাম্মদের ভাড়া বাসায় অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, গ্রেফতার খালেদ মোহাম্মদ তূর্যের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। গ্রেফতারের পর এ দম্পতির নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর