বহু প্রতীক্ষিত এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র "তাণ্ডব" সিনেমার পাইরেসির মূলহোতা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মো. টিপু সুলতানকে (৩৫) মোহাম্মাদীয়া হোটেলের পাশ থেকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি নোয়াখালী বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
"তাণ্ডব" মুক্তির পরপরই অনলাইনে এর এইচডি (হাই ডেফিনিশন) পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়ে, যা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ধাক্কা ছিল। প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট কলাকুশলীরা এতে চরম হতাশা প্রকাশ করেন।
এ ঘটনায় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া (শাহরিয়ার শাকিল) উক্ত আসামিসহ আরও এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে ঢাকা বনানী থানায় মামলা দায়ের করেন।
ওসি ডিবি মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই শ্রী রাম চন্দ্র ভট্টাচার্যসহ একটি বিশেষ দল এই ঘটনার তদন্তে নামে এবং দীর্ঘ নজরদারির পর আজ মূলহোতাকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ