ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. ফইজুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ১৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের ভেলাজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর (ডাঙ্গীপাড়া) গ্রামের মো. সৈকত আলীর ছেলে।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল নিয়ে ওই যুবক বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অপর দিক থেকে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। ওই অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর থানার ওসি মো. সরোয়ারে আলম খান জানান, মোটরসাইকেল ও ট্রাক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফইজুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে তার পরিবার থানায় কোনো অভিযোগ করবেন না বলে জানিয়েছেন আমাদের। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

