শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

গাজীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

Accident

ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামিরারচর এলাকায় বাস সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জয়নাল আবেদিন মণ্ডল।


বিজ্ঞাপন


নিহতরা হলেন, সিএনজি যাত্রী কিশোরগঞ্জের ইটনা থানার কমলভোগ পূর্ব পাড়ার তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৫) ও তার চার বছরের ছেলে শায়ান

IMG-20250617-WA0007

এবং কিষ্টপুর এলাকার আবুল কালামের ছেলে তৌহিদ উল্লাহ (১৪)। সিএনজিচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চার বছরের শিশুসহ দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর  বাস জব্দ বা চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর