সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরীক্ষা পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অবরুদ্ধ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

Exam

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে এবার বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকীর গাড়ি আটকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশালের নতুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ড অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা দ্রুত দাবি মেনে নেওয়ার দাবিতে বিক্ষোভ করে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা বোর্ড চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানকে চাপ দেন। কোনো সিদ্ধান্ত ছাড়া বোর্ড থেকে যাবেন না বলে জানান তারা।

WhatsApp_Image_2025-06-17_at_3.25.15_PM

এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান অধ্যাপক ইউনুছ আলী সিদ্দিকী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। তিনি বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন

সহপাঠীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন

এর আগে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

আন্দোলনরতরা বলছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ‘অমানবিক’। এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নামছেন।

এ সময় শিক্ষার্থীরা আগামী ২৬ জুনের এইচএসসি পরীক্ষা ২ মাস পেছানোর দাবি জানায়। এছাড়া এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা, ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবিও জানান তারা। এই দাবিগুলোর প্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর