টেকনাফে যাত্রীবাহী বাস থামিয়ে পরিবহনকর্মী অপহরণ, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী একটি বাস থামিয়ে পরিবহনকর্মীকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে তার পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত ব্যক্তি সালমান খান (২৭), হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার বাসিন্দা। তিনি সেন্টমার্টিন পরিবহনের টিকিট কাউন্টারে কর্মরত ছিলেন।
মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে করে সালমান হ্নীলায় আসছিলেন। আলীখালী রাস্তার মাথায় পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীরা বাসটি থামিয়ে তাকে জোরপূর্বক নামিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা সালমানের বাবার মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর পরিবারের সদস্যদের টেকনাফ থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে টেকনাফ থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, ‘ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
এদিকে কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, গত সাড়ে ১৭ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৫৫ জন অপহরণের শিকার হয়েছেন।
প্রতিনিধি/একেবি

