চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে শারাফাত হোসেন রিফাত নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে এমন ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের প্রবাসী মো. সেলিম ও জাহেদা আক্তারের ৩য় পুত্র।
বিজ্ঞাপন
নিহতের মামা এমদাদ হোসেন জানান, বাড়ির পাশের ছোট গর্তটি থেকে মূলত মাটি নিয়ে ঘরের কাজ করা হয়েছিল। দুপুরের বৃষ্টিতে গর্তটি পানিতে টুইটম্বুর হয়ে যায়। রিফাতের মা ঘরের কাজে ব্যস্ত ছিল। পরক্ষণে খোঁজাখুঁজি করলে শিশু রিফাতের নিথর দেহটি ভাসতে দেখা যায়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, শিশুটির মৃত্যুর খবর শুনেছি বাড়ির প্রাঙ্গণে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।
প্রতিনিধি/এফএ

