সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৩:২২ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু 
মো. আমানুল্লাহ আমান।

রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে তিনি মারা যান। বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুল শিক্ষকের নাম মো. আমানুল্লাহ আমান। তিনি উপজেলার পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।


বিজ্ঞাপন


নিহতের ভাই মো. সানাউল্লাহ বলেন, তাদের ও চাচার বাড়ি পাশাপাশি। বাড়ি সংলগ্ন চাচার মুদিখানার দোকান আছে। সেই দোকানে বাড়ির একটি কক্ষের লোহার গ্রিল জানালা দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া ছিল। সোমবার বাড়ি থেকে বের হওয়ার সময় গ্রিল জানালায় হাত টাচ লেগে শক লাগে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন আমানুল্লাহ আমান। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সানাউল্লাহ জানান, ধারণা করা হচ্ছে, অজান্তে সংযোগ নেওয়া তারটি ছিদ্র হয়ে লোহার গ্রিল জানালার সাথে কারেন্টের কানেকশন হয়ে ছিল। স্ত্রীসহ দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে আমানের।

পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি এম শওকত জামান রাজা বলেন, ২০২৩ সালের ২৪ জানুয়ারি আমাদের বিদ্যালয়ে যোগদান করেন আমান। বিকেল সাড়ে ৫টায় জানাযার নামাজ শেষে মমিনপুর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত। 

বাঘা থানার পরিদর্শক (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, অস্বাভাবিক মৃত্যুতে ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেননি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর