সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে ১১ মামলার আসামি রিপন গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ১১ মামলার আসামি রিপন গ্রেফতার

ফেনীতে মাদক ও নাশকতার ১১ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রিপন হোসেনকে (৪১) গ্রেফতার করেছে র‍্যাব। 

সোমবার (১৬ জুন) দুপুরে ফেনী সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


গ্রেফতার রিপন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।

বিকেলে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ফেনীস্থ র‍্যাব: ৭-এর একটি দল গোপন সংবাদ পেয়ে সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রিপন হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফেনী, ফুলগাজী ও পরশুরাম থানায় মাদক এবং নাশকতার ১১টি মামলা রয়েছে। 

র‍্যাব: ৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার রিপনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর