সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১০:১১ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জুলেখা বেগম (৩২) নামে এক গৃহবধূ মারা গেছেন। 

সোমবার (১৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষ্মীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


মৃত গৃহবধূ ওই এলাকার মনতাজুল ইসলামের স্ত্রী।  

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক। 

তিনি জানান, দুপুরে আকাশ হালকা মেঘলা হলে মাঠে বেঁধে রাখা গরু আনতে যান ওই গৃহবধূ। এ সময় হালকা বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ করে বজ্রপাত হয়। এই বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে। 

অন্যদিকে দুই সন্তানের এই জননীর অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর