ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাতজনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৬ জুন) উপজেলার বাঘাডাংগা ও পলিয়ানপুর সীমান্তে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন - ঢাকা উত্তর সিটির ফায়দাবাদ এলাকার মল্লিক জামানের ছেলে রাহিম ইসলাম (২৩), ভোলা জেলার তুমিজ উদ্দিন থানার দড়ি চাঁদপুর গ্রামের ঋষি দেবনাথের ছেলে আকাশ চন্দ্র দেবনাথ (২১), বাগেরহাট জেলার রামপাল থানার পেড়িখালী গ্রামের গফুর শেখের ছেলে আলী আহম্মদ (৫৮), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার পিনজুরী ডুমুরিয়া গ্রামের সতীষ ঘরামীর ছেলে সমীর ঘরামী(৩৩) এবং একই এলাকার উমেশ রায়ের ছেলে উত্তম রায় (২৩) ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/২৯-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের মাঠের মধ্যে হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে দু’জন (পুরুষ) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অন্যদিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/২০-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. উজ্জল হোসেনের আম বাগানের মধ্যে হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে পাঁচজন (০৩ পুরুষ এবং ০২ শিশু) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিলি উল্লেখ করেন ।
প্রতিনিধি/ এমইউ

