জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকা থেকে প্রাচীন আমলের মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৬ জুন) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন - জয়পুরহাট সদরের কল্যাণপুর গ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে বাবুল হোসেন ও পাঁচবিবি উপজেলার দানেজপুরের আনোয়ার হোসেনের ছেলে মোসসালিন সরকার।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা মূর্তি পাচার চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মূর্তি সংগ্রহ করে ভারতে পাচার করতেন। রোববার বিকেলে তারা পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকা থেকে ভারতে মূর্তি পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে র্যাবের কাছে খবর আসে। এ ধরনের খবরে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় প্লাস্টিকের বস্তার ভেতরে লুকিয়ে রাখা মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

