দিনাজপুরের পার্বতীপুরের রেলওয়ে জংশনে রামসাগর এক্সপ্রেসের চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে সাগর (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রামসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সাগর (১৮) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা ৫৯-আপ রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ৫ নম্বর লাইনে প্রবেশের সময় ছাদের ওপর পানির পাইপ লাইনের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায় সাগর। এতে ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ট্রেন থেকে পড়ে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/ এমইউ

