মাগুরা সদর উপজেলার ধলহারা মান্দারতলা এলাকায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মোছা. বন্দনা খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (১৫ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত বন্দনা খাতুনের বাড়ি মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামে। তিনি ওই গ্রামের শাহিনুর খন্দকারের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে মো. সাহাবী হোসেন তার মাকে মোটরসাইকেলে করে ধলহারা থেকে মাগুরা নিয়ে যাচ্ছিল। মান্দারতলা এলাকায় পৌঁছালে সে একটি গতিরোধক (স্পিড ব্রেকার) দেখতে না পেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পেছনে বসা বন্দনা খাতুন ছিটকে পাকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশটি উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস

