শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

২ তরুণীকে বিদেশ পাঠানোর কথা বলে আড়াই লাখ টাকা আত্মসাৎ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০২২, ১১:০২ এএম

শেয়ার করুন:

২ তরুণীকে বিদেশ পাঠানোর কথা বলে আড়াই লাখ টাকা আত্মসাৎ
আয়েজ উদ্দীন

রাজশাহীতে বিদেশে নেওয়ার কথা দুই তরুণীর কাছে থেকে মোট ২ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুন) ওই আসামিকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

গ্রেফতার আসামির নাম আয়েজ উদ্দীন (৪০)। তিনি মোহনপুর উপজেলার বাটুপাড়া গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে।

ইফতেখায়ের আলম জানান, গত ১৪ জুন মোহনপুর উপজেলার বাটুপাড়া গ্রামের সেলিম রেজার স্ত্রী সীমা খাতুন (২৫) ও সীমার মামাতো ভাই মিলনের স্ত্রী মেরিনা বেগমকে (৩০) মরিশাসে পাঠাতে চায় আয়েজ উদ্দীন। এজন্য জন প্রতি ১ লাখ ১০ হাজার টাকা ও পাসপোর্ট তৈরির নামে ২৪ হাজার টাকা করে নেয় সে।

কিন্তু সীমা ও মেরিনা জানতে পারেন পাসপোর্ট প্রস্তুতের জন্য সরকারিভাবে জনপ্রতি ৬ হাজার ৩২৫ টাকা খরচ হয়। আয়েজ উদ্দিন তাদের কাছে থেকে প্রতারণার মাধ্যমে ও বিশ্বাস ভঙ করে অতিরিক্ত টাকা গ্রহণ করেছে। পরে আয়েজ উদ্দিনের নিজ বাড়িতে সীমা ও মেরিনা অতিরিক্ত টাকা ফেরত চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করে ও ভয়ভীতি দেখায় তাদের।


বিজ্ঞাপন


এ বিষয়ে আয়েজ উদ্দীনের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা দায়ের করেন প্রতারণার শিকার দুই তরুণী। পরে মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর