পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নসিমন ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন ইসলাম (১৪) নামে এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-নীলসাগর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শাহিন ইসলাম ওই ইউনিয়নের সরকারপাড়া এলাকার শাহিবুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৃষ্টির মধ্যেও শাহিন দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আইসক্রিম বিক্রি করছিলেন। বিক্রির একপর্যায়ে তিনি ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি নসিমনের সঙ্গে তাঁর ব্যাটারি চালিত আইসক্রিম ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহিন রাস্তায় ছিটকে পড়ে যান। দুর্ঘটনায় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তুলসি রানী তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ঘাতক নসিমনটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/একেবি

