রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা!

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা!

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। এঘটনায় পুলিশ দুই বখাটে যুবককে আটক করেছে।

শনিবার (১৪ মে) বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের নাম শাকিল আহমেদ (৪০)। তিনি শিববাটি শাহী মসজিদ এলাকার মৃত সাজু মিয়ার ছেলে। শাকিল পেশায় রিকশা চালক।

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শাকিল শিববাটি এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার এক কিশোরী কন্যাকে স্থানীয় এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ব্যক্তির বয়স অনেক বেশী হওয়ার কারনে শাকিল বিয়ের প্রস্তাবে রাজী ছিলেন না। শনিবার দুপুরের দিকে ১০-১৫ জন বখাটে যুবক শাকিলকে বাড়ি থেকে নিয়ে ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। মেয়ের বিয়ে না দেয়ার কারনে সেখানে শাকিলকে বেদম মারপিট করা হয়। পরে তাকে নদীর ঘাটে ফেলে রেখে পালিয়ে যায় বখাটে যুবকরা। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দিলে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধনে জানাগেছে, মেয়েকে বিয়ে না দেয়ায় শাকিলকে মারপিট করে চাকুসহ পুলিশে দেয়ার পরিকল্পনা ছিল বখাটে যুবকদের।কিন্তু শাকিল গুরুতর আহত হওয়ার কারনে তাকে ফেলে পালিয়ে যায় বখাটে যুবকরা।


বিজ্ঞাপন


নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এলাকায় পুলিশের একাধিক টীম অভিযান শুরু করেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর