বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

পদ্মায় দুই ফেরির সংঘর্ষে নিহত ১, আহত ১০

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০২২, ০৬:৫৭ এএম

শেয়ার করুন:

পদ্মায় দুই ফেরির সংঘর্ষে নিহত ১, আহত ১০

পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১৯ জুন) ভোরে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মাওয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ আবু তাহের। দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন যাত্রীরা।

দুর্ঘটনার পর দুই ফেরিতে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে।

নিহত ব্যক্তির নাম খোকন। তিনি একটি পিকআপ ভ্যানের চালক। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।

জানা গেছে, পানি বেড়ে যাওয়ায় পদ্মা নদীতে প্রচুর স্রোত ছিল। তীব্র স্রোতের কারণে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরির চালকরা নিয়ন্ত্রণ রাখতে না পারলে ফেরি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।


বিজ্ঞাপন


দুর্ঘটনায় ফেরি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ফেরিতে থাকা পিকআপ ভ্যানের চালক খোকন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর দুটি ফেরিই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যানবাহন ও যাত্রীদের নামান।

দুর্ঘটনায় দুটি ফেরিতে থাকায় ১০-১২টির মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ফেরি সুফিয়া কামাল ফেরির মাস্টার হাসান আলী বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করতে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

প্রতিনিধি/এসএ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর