সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গার সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার আর নেই

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গার সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার আর নেই
সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই। 

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 


বিজ্ঞাপন


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

আরও পড়ুন: সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে শুক্রবার সন্ধ্যায় তিনি চলে যান না ফেরার দেশে।

সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন রাজনৈতিক জীবনে ছিলেন অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু  

এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পান। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর