মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করলো মাদক কারবারিরা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করলো মাদক কারবারিরা
মো. হুমায়ন কবীর

ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদক কারবারিরা।

শুক্রবার (১৩ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন 

নিহত হুমায়ন কবীর একই গ্রামের মো. আব্দুল কাউয়ূমের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসু নামে এক ব্যক্তিকে মাদক বিক্রি করতে নিষেধ করেছিলেন হুমায়ন কবীর। এতেই ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয়রা। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর