সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দ্বিগুণের বেশি ভাড়া আদায়, দুই সিএনজি চালকের জেল-জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

Operation
অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

নেত্রকোনার মোহনগঞ্জে যাত্রীদের থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজিচালিত অটোরিকশা চালককে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। পাশাপাশি জরিমানাও করা হয়।

দণ্ডপ্রাপ্ত সিএনজিচালকরা হলেন, জেলা সদরের নাগড়া এলাকার মো. ইয়াকিন মিয়াকে (২৫) ও বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মো. শাকিল (৩০)।


বিজ্ঞাপন


তাদের মধ্যে ইয়াকিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। আর শাকিলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় সিএনজি স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। অভিযানে মোহনগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য সঙ্গে ছিলেন।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ার পর ওই দুই চালককে জেল-জরিমানা দেন তিনি।

আরও পড়ুন

মাদারীপুরে যুবক-যুবতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

প্রশাসন ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উদযাপন শেষে নিজেদের কর্মস্থলে ফেরা শুরু করেছে লোকজন। এই সুযোগে কিছু অসাধু সিএনজিচালক নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণেরও বেশি আদায় করতে থাকেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায় প্রশাসন। দ্বিগুণের বেশি ভাড়া নেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সিএনজি চালককে জেল-জরিমানা করা হয়।

ভুক্তভোগী যাত্রী পৌরশহরের দৌলতপুরের বাসিন্দা নাজিবুর রহমান তমাল বলেন, সিএনজিতে মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যাওয়ার নিয়মিত ভাড়া জন প্রতি ১০০ টাকা। কিন্তু ঈদের নাম করে তারা নিচ্ছেন ২৫০ টাকা করে। দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে। একইভাবে ময়মনসিংহের ভাড়াও দ্বিগুণ নিচ্ছেন চালকরা। রোগী নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য এসে দেখি ভাড়ার এমন নৈরাজ্য চলছে। প্রশাসনের উদ্যোগের প্রশংসা করছি। এমন অভিযান চলমান থাকুক। এতে যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে সাধারণ যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছিল। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে দুই সিএনজি চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ও ভাড়ার নির্ধারিত হার বজায় রাখতে নিয়মিত মনিটরিং চলবে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত দু’জনকে সন্ধ্যায় কারাগারে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর