সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর ও পশ্চিম মাধবপুরের দুই এলাকার মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বাসা বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাধবপুর বাজারের শতশত ব্যবসায়ী ভয়ে তাদের দোকানপাট বন্ধ করে দেন।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর শহরের ফুসকা বাড়ি নামে একটি দোকানে পূর্ব মাধবপুর এলাকার কিছু লোকজন বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা করে আসছিল। বৃহস্পতিবার সকালে কয়েকজন ছেলে পুনরায় সেই দোকানে গিয়ে ঝামেলা করতে চাইলে পশ্চিম মাধবপুরের লোকজন প্রতিবাদ করে। এর জেরে পূর্ব মাধবপুর ও পশ্চিম মাধবপুর এলাকাভিত্তিক বিভক্ত হয়ে দুপুরের পর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাধবপুর বাজারে দফায় দফায় সংঘর্ষে জড়ায়।

এ সময় মাধবপুর পৌরসভার মেয়র মানিক মিয়ার বাড়িসহ কয়েকটি বাসা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দোকানপাট বন্ধ করে দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মাধবপুর পৌরসভার মেয়র মানিক মিয়া জানান, মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর ও পশ্চিম মাধবপুরের দুই এলাকার মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে আমার বাসা ও অফিসসহ বেশ কয়েকটি বাসা বাড়ি অহেতুক ভাঙচুর করা হয়েছে। আমি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে যৌথভাবে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাজারে নিরাপত্তা বাড়ানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর