কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সহধর্মিণী নাসরিন সিদ্দিকী মারা যাওয়ায় কাদের সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে এবং সমবেদনা জানাতে এবার তার বাসায় গিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ।
গত বৃহস্পতিবার ( ১২ জুন) রাতে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোড়ে সোনার বাংলায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে গিয়ে কাদের সিদ্দিকীকে সমবেদনা জানান তিনি।
বিজ্ঞাপন
এই সময় নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমাবেদনা, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সালাম পিন্টু।
এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য বাবু শ্যামল হোড়সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ জুন বুধবার সন্ধ্যায় কাদের সিদ্দিকীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাসায় গিয়েছেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন তারা।
প্রতিনিধি/এজে

