মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকার সড়কে সয়াবিন তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা মো. ইদ্রিস আলিকে (২৫) গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।
বুধবার(১১ জুন) বাগেরহাট হতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতার ইদ্রিস নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মৃত হেকীম আ. মান্নান এর ছেলে। তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ১১ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।
শিবচর থানা সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল রাত তিনটার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর-সূর্যনগর সড়কে ঢাকাগামী একটি সয়াবিন তেলবাহী ট্রাককে অপর একটি ট্রাকের মাধ্যমে ব্যারিকেড দিয়ে তেলবাহী ট্রাকটি থামায় সংঘবদ্ধ চক্র। এসময় ওই ট্রাকের চালক ও তার সহযোগীকে মারধর করে তেলসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের মাধ্যমে শিবচর থানা পুলিশ বাগেরহাট থেকে এই মূলহোতাকে ইদ্রিস আলিকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে ছিনতাইকৃত সয়াবিন তেলের ১১টি ড্রাম উদ্ধার করা হয়।
মাদারীপুরে শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এই চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
প্রতিনিধি/এজে

