নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি বহির্বিশ্ব বিএনপির প্রাক্তন আন্তর্জাতিক প্রধান সমন্বয়কারী আব্দুল লতিফ সম্রাটের ওপর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ৫টার দিকে নবগঠিত জিয়া পরিষদ নড়াইল জেলার ১ নম্বর সদস্য অধ্যাপক (অব:) বি এম নাগিব হোসেন তার নিজ বাড়ি দক্ষিণ যোগানিয়াতে এ সংবাদ সম্মেলন করেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন, 'আব্দুল লতিফ সম্রাট শুধু বিএনপির নেতা নন, তিনি বহির্বিশ্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে সুসংগঠিত কণ্ঠস্বর। তার নেতৃত্বে ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার ৪২টি দেশে বিএনপিকে সক্রিয় করা হয়। এই মানুষটির ওপর তারই জন্মভূমিতে সন্ত্রাসী হামলা চালানো রাষ্ট্র ও সমাজের জন্য লজ্জাজনক।'
'এই বর্বর হামলা কতিপয় দুষ্কৃতীদের দ্বারা নিয়ন্ত্রিত পেটোয়া বাহিনীর মাধ্যমে পরিচালিত হয়েছে। যা প্রমাণ করে যে দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে।'
অধ্যাপক বি.এম. নাগিব হোসেন আরও বলেন, 'এই হামলা কেবল ব্যক্তি সম্রাটের ওপর নয়—এটি বহির্বিশ্বে গড়ে ওঠা জাতীয়তাবাদী শক্তির ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে এই হামলার বিচার ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দলীয় ও রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।' প্রশাসনের কাছে অনুরোধ জানাই - যারা এই মামলার সঙ্গে জড়িত না, তাদের নাম বাদ দেওয়া হোক এবং প্রকৃত যারা দোষী তারা যেন শাস্তি পায়।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে তিনি দলীয় ফোরামের মাধ্যমেও এ বিষয়ে ন্যায়বিচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক শাখার নেতারাও ইতোমধ্যে এই ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত (১৮ মে) রোববার কালিয়া উপজেলায় একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আবদুল লতিফ। ওই দিন দুপুরে তিনি চাপাইল সেতু ঘাটে পৌঁছালে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। পরে শতাধিক মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী শোভাযাত্রা করে উপজেলার বেন্দারচরের উদ্দেশে রওনা হন। বেলা দুইটার দিকে গাড়িবহরটি নড়াগাতী থানার যোগানিয়া বাজার এলাকায় পৌঁছালে তিনিসহ অনুসারী নেতা-কর্মীদের কুপিয়ে ও পিটিয়ে জখম করার পাশাপাশি মোট ২৮টি গাড়ি ভাঙচুর ও একটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
পরে এ ঘটনায় (২৩ মে) শুক্রবার রাতে উপজেলার বেন্দারচর গ্রামের গোলাম কিবরিয়া বাদী হয়ে নড়াগাতী থানায় একটি মামলা করেন। গোলাম কিবরিয়া নিজেকে কালিয়া উপজেলা বিএনপির সহ-যুগ্ম সম্পাদক পরিচয় দিয়েছেন। মামলায় কালিয়া উপজেলা ও নড়াগাতী থানা বিএনপির ৭৫ জন নেতা-কর্মী ছাড়াও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
প্রতিনিধি/ এমইউ

