বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, ‘অল্প কিছুদিনের মধ্যেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরিবেশ তৈরি হবে।’ তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের শ্রীপুরে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
জাহিদ হোসেন আরও বলেন, ‘আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি সাক্ষাৎকার রয়েছে। সেখানে নির্বাচন, গণতন্ত্র এবং রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে চলমান ধোঁয়াশা পরিষ্কার হবে। আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে এবং জনগণ দ্রুত তাদের অধিকার ফিরে পাবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম এবং স্থানীয় নেতা বিল্লাল হোসেন বেপারী।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ছয়জন ও আহত ছয়জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরে জাহিদ হোসেন স্থানীয় কাওরাইদ বাজারে কে এন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে অংশ নেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

