বান্দরবানের আলিকদম উপজেলার মাতামুহুরি নদী তীর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় তাহের মল্লিকের জমি মাতামুহুরী নদীর বালুরচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আলিকদম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি পর্যটক হতে পারেন, কারণ গত দুইদিনে মাতামুহুরি নদীর উজানে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটেছিল। মৃতদেহের পরনে কোনো পোশাক ছিল না, শুধুমাত্র দু পায়ে অ্যাংলেট পাওয়া গেছে।
আলিকদম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসাইন ঢাকা মেইলকে জানান, মরদেহটি শনাক্ত করার জন্য বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এজে

