সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে ফেনসিডিলসহ ৩ নারী মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ১১:০০ পিএম

শেয়ার করুন:

রংপুরে ফেনসিডিলসহ ৩ নারী মাদক কারবারি আটক

রংপুরের কাউনিয়ায় ফেনসিডিলসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রয়ের ১২ হাজার ১৬৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১১ জুন) দিবাগত রাত ১২টায় পাঞ্জরভাঙ্গা তিস্তা ব্রিজের দক্ষিণে একটি খাবার হোটেলের সামনে তাদেরকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


আটকরা হলেন - গাইবান্ধা জেলার পলাশাবাড়ি থানার রায়গ্রাম গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম (২৮), কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ওলি মিয়ার স্ত্রী সোহানা মনি (২৮) ও একই এলাকার মো. আব্দুল জব্বারের মেয়ে রুনা (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টায় পাঞ্জরভাঙ্গা দক্ষিণে জনৈক মো. এনামুল হকের খাবার হোটেলের সামনে তিস্তা টু রংপুর আগামী মহাসড়কের ওপর পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন তিন নারী মাদক কারবারিকে আটক করে তারা। পরে তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রয়ের ১২ হাজার ১৬৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক এস আই কংকন বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক আইনে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর