গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাঁতরে ঘাঘট নদী পার হতে গিয়ে তসলু ব্যাপারী (৭২) নামের এক বৃদ্ধ পানিতে ডুবে নিখোঁজ হয়। এ ঘটনার এক দিন পর ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জুন) উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গুচ্ছগ্রামের সামনে ঘাঘট নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত তসলু ব্যাপারী উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মৃত ময়েন ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানায়, তসলু ব্যাপারী মঙ্গলবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের ঘাঘট নদ সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজের পর রংপুর থেকে আসা ডুবুরি দল নদীতে নেমে অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি। এরই একপর্যায়ে বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নুরপুর গুচ্ছগ্রামের সামনে ঘাঘট নদে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রতিনিধি/ এমইউ