শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

বিনামূল্যে ব্যাটারিচালিত রিকশা পেয়ে হাসি ফুটল ১৪ পরিবারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

R
ব্যাটারিচালিত রিকশা প্রাপ্তদের একাংশ। ছবি- ঢাকা মেইল

বিনামূল্যে ১৪ জন চালকের হাতে ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দিয়েছে মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশন। আগে পায়ে রিকশা চালাতেন কিন্তু বর্তমানে রিকশা নেই, আবার ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছেন- এমন ১৪ জনকে এই উপহার দেওয়া হয়েছে।

বুধবার (১১ জুন) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই ১৪ জনের হাতে রিকশা তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


আয়োজকরা জানিয়েছেন, প্রত্যেকটি রিকশা ৭০ হাজার টাকা করে খরচ করে তৈরি করা হয়েছে। মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাবলম্বী প্রকল্পের আওতায় যাকাত ফান্ড থেকে এই অর্থায়ন করা হয়েছে।

জানা গেছে, যারা রিকশা পেয়েছেন, তাদের কেউ কেউ আগে পায়ের গাড়ি চালাতেন। এখন কোনো কারণে রিকশা চালাতে পারছেন না। আবার কেউ আছেন যাদের ভাড়া দিয়ে রিকশা চালানো সম্ভব হচ্ছে না, তাদেরকে উপহার হিসেবে এগুলো দেওয়া হয়েছে।

R2

তবে নিজেরা যাতে আয় করার পাশাপাশি সাবলম্বী হতে পারেন, সে কারণেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এজন্য প্রত্যেক মাসে একেকজন রিকশাচালক তার নিজস্ব ব্যাংক একাউন্টে দুই হাজার টাকা সঞ্চয় করবেন- এমন শর্তে রিকশাগুলো দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে অতিথিরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল হালিমের সঞ্চালনায় ও সভাপতি নাসির উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি শহীদুল্লাহ আল কায়সারী, পটুয়াখালী জেলা ফোরামের সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু, থানা জামায়াতের আমির সিরাজুল হক, সেক্রেটারি মাওলানা শাহজাহান, ঢাকা মেডিকেলের নাক-কান গলা বিভাগের চিকিৎসক ডা. হাসান জামান, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর