বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

উল্লাপাড়ায় গোসল করতে গিয়ে ডুবে মারা গেল শিশু 

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

উল্লাপাড়ায় গোসল করতে গিয়ে ডুবে মারা গেল শিশু 

নানির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) বেলা ১টার দিকে উপজেলার শ্রীকোলা বিল সূর্য নদীতে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত সাব্বির উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল মমিন স্ত্রী-সন্তান নিয়ে ঈদ উদযাপন করতে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলায় তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে শ্রীকোলার বিল সূর্য নদীতে নানির সঙ্গে গোসল করতে যায় মমিনের ছেলে সাব্বির। এ সময় পানিতে নেমে পা পিছলে ডুবে যায় সাব্বির। পরে নিখোঁজের ৩ ঘণ্টা পর বেলা ২টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে লাশটি ভেসে ওঠে। 

এ বিষয়ে শিশুটির চাচা সাদ্দাম হোসেন বলেন, ঈদের পরের দিন শ্বশুরবাড়ি স্ত্রী-সন্তান নিয়ে আব্দুল মমিন বেড়াতে গিয়েছিলেন। শিশু সাব্বির হোসেন তার নানির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরে ৩ ঘণ্টা পানিতে সন্ধান চালিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

বড়হর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম রেজা জানান, ঈদের ছুটিতে নানির বাড়িতে বেড়াতে এসেছিল সাব্বিরসহ তার মা-বাবা। সকালে নানির সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু সাব্বির মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর