সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

অপহৃত দুলালকে ফিরিয়ে আনল বিজিবি

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

অপহৃত দুলালকে ফিরিয়ে আনল বিজিবি

বান্দরবানের আলিকদম থেকে অপহৃত মো. দুলাল (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।


বিজ্ঞাপন


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুন বান্দরবানের আলিকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগান পাড়া এলাকার বাসিন্দা মৃত এজাহার হোসেনের ছেলে মো. দুলালকে গরু কেনা-বেচার প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মিয়ানমারের নাগরিক অপহরণ করে। তারা তাকে সীমান্তের ৫৪-৫৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের ভেতরে নিয়ে যায়।

পরবর্তীতে ১০ জুন বিকেল ৩টায় বিজিবির একটি টহল দল স্থানীয় সোর্সের মাধ্যমে জানতে পারে যে দুলাল মিয়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে আটক রয়েছেন। এ খবরের ভিত্তিতে পোয়ামুহুরী বিওপির (বর্ডার আউটপোস্ট) কমান্ডার নায়েক সুবেদার হারুণ অর রশিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই অভিযানে কোনো ধরনের মুক্তিপণ প্রদান ছাড়াই দুলালকে উদ্ধার করা হয় এবং বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। পরে নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে দুলালকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর