সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

মাদারীপুরে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, আহত ৪

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, আহত ৪

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

বুধবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সদরের ভদ্রখোলা গ্রামের শাজাহান হাওলাদারের সঙ্গে একই এলাকার ইসমাইল মোল্লার বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে ইসমাইল মোল্লা লোকজন নিয়ে শাজাহান হাওলাদারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। বাধা দেওয়ায় হামলা চালিয়ে শাজাহান হাওলাদারের পক্ষের চারজনকে কুপিয়ে আহত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনায় তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। পরিস্থিতি থমথমে হওয়ায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর