সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল।

বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এই তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে।

প্রচণ্ড গরমে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, ‘নোয়াপাড়া স্টেশন থেকে দুপুর ১২টা ৫৩ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। সে অনুযায়ী ট্রেনটির শায়েস্তাগঞ্জ স্টেশনে ১টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি আউটার সিগন্যালের কাছেই থেমে যায়। ফলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর