রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
বুধবার (১১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করে কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে। এ ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ দুপুরে তদন্ত কমিটির সদস্যরা কাছারি বাড়ি পরিদর্শন করেছেন। আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত ঘটে গত ৮ জুন, ঈদের ছুটিতে। প্রবাসী শাহনেওয়াজ তার পরিবার নিয়ে কাছারিবাড়ি ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযোগ রয়েছে যে তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রতিবাদে তারা গত ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, এ ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে ১০/১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০/৬০ জনের নামে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
প্রতিনিধি/ এমইউ