নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় পণ্য পাচারের সময় একটি পিকআপভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১১ জুন) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তির নাম নাজমুল হক (২৫)। তার বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকায়। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক নাজমুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারত থেকে অবৈধ পথে এসব পণ্য দেশে আনার কথা স্বীকার করেছেন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ওরিয়ন বিস্কুট, পন্ডস পাউডারসহ বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী। অভিযানে ব্যবহৃত নীল রঙের পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। পাচারের সময় ভারতীয় পণ্যসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য চোরাচালান ও মাদক কারবারের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ