বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে বৃদ্ধ হত্যার মূল আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে বৃদ্ধ হত্যার মূল আসামি গ্রেফতার
জাহিদুল দেওয়ান

জয়পুরহাটের আক্কেলপুরে বৃদ্ধ অজের আলী হত্যার প্রায় দুই মাস পর মূল আসামি জাহিদুল দেওয়ানকে গ্রেফতার করেছে র‌্যাব: ৫-এর সদস্যরা। 

মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে র‌্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার রায়কালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 


বিজ্ঞাপন


বুধবার (১১ জুন) দুপুরে র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়।  

গ্রেফতার জাহিদুল দেওয়ান (৪৫) উপজেলার আবাদপুর গ্রামের মৃত মহির দেওয়ানের ছেলে। তিনি হত্যার পর থেকে পলাতক ছিলেন। নিহত বৃদ্ধ অজের আলী একই গ্রামের মৃত ফজের আলীর ছেলে।     

মামলা ও র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের যোগীভিটা নামক মাঠে জমিতে শিম চাষের বান কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে নিহত বৃদ্ধ অজের আলী ও আসামি জাহিদুল দেওয়ানের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বৃদ্ধ মাটিতে পড়ে গেলে - ওই সুযোগে জাহিদুল দেওয়ান মাটিতে পড়ে থাকা ব্যাঁইক (বাঁশের বাং) হাতে নিয়ে সুচালো মাথা দিয়ে বুকে আঘাত করে। এতে বৃদ্ধ গুরুতর আহত হয়। 

তখন বৃদ্ধের পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ২৪ এপ্রিল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।


বিজ্ঞাপন


ওই ঘটনায় বৃদ্ধের ছেলে মোস্তফা বাদী হয়ে আক্কেলপুর থানায় জাহিদুল দেওয়ানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার পর জাহিদুল দেওয়ানের স্ত্রী ও আসামি আরজেনা বেগমকে গ্রেফতার করলেও মূল আসামিসহ দু’জন পালিয়ে যায়। 

দীর্ঘ দুই মাস পর মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব: ৫-এর সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় জাহিদুলকে গ্রেফতার করে। এরপর আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আসামিকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে জেল-হাজতেও পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর