সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

ডাক্তার দেখাতে মা-বাবা হাসপাতালে, বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

ডাক্তার দেখাতে মা-বাবা হাসপাতালে, বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির কাছের একটি পুকুরে ডুবে আয়েশা খানম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আয়েশা ওই গ্রামের আবির তাজ ইমনের মেয়ে।


বিজ্ঞাপন


পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে আয়েশার বাবা আবির তাজ ইমন ও মা চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা শহরে যান। যাওয়ার আগে তারা আয়েশাকে দেখভালের জন্য দাদা-দাদীর কাছে রেখে যান। কিন্তু সবার অগোচরে আয়েশা বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় এবং ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর