বান্দরবানের লামা উপজেলায় সাদিয়া আক্তার (২৭) নামের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) কক্সবাজার হাসপাতালে নমুনা পরীক্ষার সময় তার করোনা পজিটিভ আসে।
বিজ্ঞাপন
সাদিয়া আক্তার লামা পৌরসভার নয়াপাড়া এলাকার মুজিবুর রহমানের মেয়ে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।
জানা গেছে, লামা উপজেলার এক শিক্ষার্থী চিকিৎসার জন্য লামা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার হাসপাতালে পাঠান। সেখানে পরীক্ষা করার পর তার করোনাভাইরাস শনাক্ত হয়।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাকে আইসোলেশনে রাখে, যাতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে।
বিজ্ঞাপন
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী ‘ঢাকা মেইল’-কে বলেন, ‘আক্রান্ত রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তাকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
প্রতিনিধি/একেবি