বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

সাভারে রুবেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

সাভারে চাঞ্চল্যকর রুবেল হত্যার ২ আসামি গ্রেফতার

ঢাকার সাভারে ঈদের বাজার করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রুবেল (৩৫) নামে এক যুবক নিহতের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার (১১ জুন) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- বাশার (৩০) ও ওবায়দুল (২৮)। তারা উভয়ই সাভার পৌরসভার আড়াপাড়া কামাল গার্মেন্টস সংলগ্ন বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।

উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, অভিযান চালিয়ে রুবেল হত্যার দুই আসামি ওবায়দুল ও বাশারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পূর্ব শত্রুতার জেরে রুবেলকে হত্যা করেছে তারা।

উল্লেখ: শুক্রবার (৬ জুন) রাতে ঈদের বাজার করার সময় বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল সাভার পৌরসভা এলাকার মৃত রহমত আলীর ছেলে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর